ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

লকডাউন: ২০ চেকপোস্টে সিএমপির ১০ মামলা

লকডাউন: ২০ চেকপোস্টে সিএমপির ১০ মামলা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসনিক কর্মকর্তারা। ছবি: মো. রাশেদ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ জুলাই ২০২১ | ১০:২২

সর্বাত্মক লকডাউনে বিধিনিষেধ না মানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানা ও ট্রাফিক বিভাগ চট্টগ্রাম মহানগরে ১০টি মামলা করেছে। 

সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম মহানগরের প্রবেশপথসহ মোট ২০টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ব্যক্তিগত যানবাহন ও রিকশায় তল্লাশি চালায় পুলিশ।

নগরীর টাইগারপাস চেকপোস্টে তল্লাশি অভিযানে অংশ নেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথও উপস্থিত ছিলেন। 

সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের ১২ জন ম্যাজিস্ট্রেট তৎপর রয়েছেন। পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সেনাবাহিনীর ৬টি টিমও কাজ করছে।

সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম সমকালকে জানান, লকডাউন অমান্য করার দায়ে ট্রাফিক বিভাগ ৪টি গাড়ি আটক ও ৫টি মামলা দায়ের করেছে। একই সময়ে ডবলমুরিং থানায় ৫টি মামলা হয়েছে।


 


আরও পড়ুন

×