লকডাউনে ঘরে থাকার আহ্বান তোফায়েল আহমেদের

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২১ | ১০:৩৩
সর্বাত্মক লকডাউনে সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
গতকাল শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলার পরাণগঞ্জ বাজারে এক বৈঠকে ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে বাজার কমিটি সভাপতি-সম্পাদক, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানদের নিয়ে এ বৈঠক হয়। গ্রামের বাজারগুলোতে লকডাউন সফল করতে এ বৈঠকের আয়োজন করা হয়।
তোফায়েল আহমেদ বলেন, ‘করোনা পরিস্থিতির প্রথম ঢেউ যেভাবে মোকাবিলা করা হয়েছে, তেমনি নিয়ম মেনে চললে চলমান ও পরবর্তী ঢেউও মোকাবিলা করা সম্ভব হবে।’
জেলা প্রশাসক জানান, ঘরে থাকা কোনো ব্যক্তির খাদ্যের সমস্যা দেখা দিলে, জেলা প্রশাসনের তরফ থেকে তার ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, কাচিয়া ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, দাখিল মাদ্রাসার সুপার বেলায়েত হোসেন ও পরাণগঞ্জ বাজার সমিতির সম্পাদক সাহাদাত হোসেন শাহীন।
- বিষয় :
- সর্বাত্মক লকডাউন
- আওয়ামী লীগ
- তোফায়েল আহমেদ