আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে উঁচু করা হচ্ছে

সাঁথিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর মেরামত- সমকাল
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২১ | ০৫:৫৯ | আপডেট: ১০ জুলাই ২০২১ | ০৯:৩৮
পাবনার সাথিয়ার মাঝগ্রামের অসহায় দুস্থদের জন্য নির্মিত ঘর আবার ২ ফুট উচু করা হচ্ছে। এ ধরনের কাজ পাবনাসহ বিভিন্ন উপজেলায় হওয়ায় গঠিত হয়েছে তদন্ত কমিটি।
বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-২ এর আওতায় পাবনার সাঁথিয়ায় গৃহহীনদের প্রথম পর্যায়ে ৩৭১টি ঘর দেওয়া হয়। ইতোমধ্যে ঘরগুলোতে অধিকাংশ পরিবার বসবাস শুরু করেছে। পরে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠে।
এ নিয়ে সমকালে একটি প্রতিবেদন ছাপা হওয়ার পর কর্মকর্তাদের টনক নড়ে। সারা দেশে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের দুর্নীতির তদন্তের কথা শুনে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও আশ্রয়ণ প্রকল্পের সভাপতির নির্দেশে ঘর ভেঙে দুই ফুট উচু করে পুনরায় নির্মাণ শুরু হয়েছে। শুক্রবার সাঁথিয়া উপজেলা ক্ষেতুপাড়া ইউনিয়নের মাঝগ্রামের ১০টি ঘরের চাল খুলে ফেলা হয়। এর আগে ঘরগুলোর বাসিন্দাদের পাশে নতুন করে তৈরি ১২টি ঘরে কিছু দিনের জন্য স্থানান্তর করা হয়।
শুক্রবার বিকালে মাঝগ্রামে গিয়ে দেখা যায়, পাঁচটি ঘর ছাড়া সব কয়টি ঘরের চালা খুলে ফেলা হয়েছে। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। চালাগুলো পাশে রেখে দেওয়া হয়েছে।
৮ নং ঘরের বাসিন্দা নাজমা খাতুন সমকালকে জানান, ঘর ২ ফুট উঁচু কম হওয়ায় পুনরায় চাল সরিয়ে উচু করা হবে। তিনি অভিযোগ করেন, একটু লাগলেই পলেস্তারা উঠে যাচ্ছে। চাল খোলার সময় ঘরের বারান্দার পিলার ভেঙে পড়েছে।
বিনা খাতুন ও খুশি খাতুন নামের আরও দুই বাসিন্দা সমকালকে জানান, প্রধানমনাত্রী শেখ হাসিনার দেওয়া ঘর পেয়ে তারা নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন। তবে তারা নিম্নমানের কাজের জন্য বিপদের মধ্যে রয়েছেন বলে জানান। তাদের দাবি, সামান্য বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়ে, ছাগলের দড়িতে টান লাগলে পলেস্তারা উঠে যাচ্ছে।
ঘরের বাসিন্দা বিষ্ণুপুরের অজিত কুমার জানান, পানি পড়ছে। সেই সঙ্গে ঘরের দেওয়াল ফেটে গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ বলেন, জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঘর ভেঙ্গে সামান্য উঁচু করা হচ্ছে। এ ছাড়া ছোট খাটো কিছু ত্রুটি বিচ্যুতি থাকায় সেগুলো সংশোধনের জন্য মেরামত করা হচ্ছে।
তিনি আরও জানান, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন শনিবার নতুন করে মেরামতের কাজ পরিদর্শন করেছেন।
- বিষয় :
- পাবনা
- আশ্রয়ন প্রকল্প
- উপহারের ঘর