সালথায় যুবলীগ নেতাদের খাদ্যসামগ্রী বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২১ | ০৩:৪৪
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের নেতারা। সংসদ উপনেতা ও তার রাজনৈতিক প্রতিনিধি কৃষিবীদ শাহদাব আকবার লাবু চৌধুরীর নির্দেশে ও ফরিদপুর জেলা যুবলীগের তত্ত্বাবধানে সোমবার সকালে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শওকত হোসেন মুকুল ও সালথা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল মাহমুদের উদ্যোগে উপজেলার রায়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শওকত হোসেন মুকুল, সালথা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল মাহমুদ, সালথা উপজেলা যুবলীগ নেতা আমিন খন্দকার, বাকি বিল্লাহ প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণকালে মো. শওকত হোসেন মুকুল বলেন, করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষরা কষ্টের মধ্যে দিনযাপন করছেন। অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। কাজে যেতে পারছেন না। তাদের কথা বিবেচনা করেই সালথা উপজেলা যুবলীগের পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ, আপনাদের বাড়ির আশেপাশের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন।
যুবলীগ নেতা সোহেল মাহমুদ বলেন, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে যুবলীগের নেতাকর্মীরা করোনার সময়ে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সালথা উপজেলার যুবলীগের নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ।
- বিষয় :
- ফরিদপুর
- খাদ্য সামগ্রী বিতরণ
- যুবলীগ নেতা