পুঠিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল দম্পতির

প্রতীকী ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯ | ০০:৫৩
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক বিজিবি সদস্য ও তার স্ত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন– নাটোরের তেলকুপি এলাকার বিজিবি সদস্য মো. আজিম উদ্দীন (৪২) ও তার স্ত্রী পুঠিয়া পালোপাড়া গ্রামের ওয়ারেশ আলীর মেয়ে রুমা (৩৫)।
বুধবার সকাল ১১টার দিকে পুঠিয়া থেকে নাটোরে ফেরার পথে ঢাকা-রাজশাহী মহাসড়কে দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রীকে নিয়ে পুঠিয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন বিজিবি সদস্য আজিম উদ্দীন। বুধবার মোটরসাইকেলে নাটোরে ফেরার পথে রাজশাহীগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আজিম। তার স্ত্রী রুমাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, নিহতদের লাশ পুঠিয়া উপজেলা হাসপাতালে রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- ট্রাকচাপায় নিহত
- দম্পতি নিহত