জোগান বাড়লে দ্রুত বাংলাদেশকে টিকা দেওয়া হবে: ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২১ | ০০:৫৫ | আপডেট: ১৮ জুলাই ২০২১ | ০৩:২৭
ভারতে করোনাভাইরাসে টিকার জোগান বাড়লে দ্রুত বাংলাদেশকে টিকা দেওয়ার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেছেন, ভারতে যদি টিকার জোগান বেড়ে থাকে, তাহলে বাংলাদেশকেও টিকা দেওয়া সম্ভব হবে।
রোববার সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিক্রম দোরাইস্বামী বলেন, ভারত সবসময় বাংলাদেশের পাশে আছে। করোনা মোকাবিলায়ও ভারত সহযোগীতা অব্যাহত রাখবে। সেখানে যদি টিকার জোগান বেশি হয় তাহলে দ্রুত বাংলাদেশকে টিকা দেওয়ার চেষ্টা থাকবে। সেখানে টিকা সরবরাহের অবস্থা কী, সেটি জানার জন্যই তিনি ভারতে যাচ্ছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিক্রম দোরাইস্বামী বলেন, করোনার কারণে যেহেতু সীমান্ত বন্ধ রয়েছে, তাই ভারতে চিকিৎসার জন্য গিয়ে যেসব বাংলাদেশি আটকা পড়েছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবেদন করলেই তাঁদের ভিসার মেয়াদ বাড়ানো হবে। এতে কোনো সমস্যা হবে না।
সকালে ভারতীয় হাইকমিশনার আখাউড়া স্থলবন্দরে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।