ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া গরু ব্যবসায়ীকে উদ্ধার করলো পুলিশ

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া গরু ব্যবসায়ীকে উদ্ধার করলো পুলিশ

উদ্ধার করা গরু ব্যবসায়ী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২১ | ০৪:১০ | আপডেট: ২১ জুলাই ২০২১ | ০৭:১৪

ঢাকার সাভার উপজেলার আমিনবাজার এলাকা থেকে অচেতন অবস্থায় এক গরু ব্যবসায়ীকে উদ্ধার করেছে মহানগর পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগ। উদ্ধারকৃত ব্যক্তির নাম কোব্বাত আলী। তার বাড়ি মানিকগঞ্জ। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার সঙ্গে থাকা দেড় লক্ষাধিক টাকা পাওয়া গেছে। 

ট্রাফিক মিরপুর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মঙ্গলবার আমিনবাজার এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের এএসআই জয়নাল। বেলা পৌনে ২টায় তিনি সংবাদ পান, আমিনবাজার ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট এলাকায় একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছেন। তিনি তখনই সেখানে পৌঁছান এবং প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পান। 

উপ-কমিশনার আরও বলেন, এএসআই জয়নাল ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেন। কিছু সময় পর ওই ব্যক্তি একটু ভালো বোধ করলে তিনি তার নাম-ঠিকানা জানান। তিনি নিজেকে গরু ব্যবসায়ী বলে পরিচয় দেন। তার কাছে ১ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা ছিল। পরে গাবতলী গরুর হাট তথ্যকেন্দ্র থেকে মাইকিং করা হলে তার জামাতা মো. মোখলেস পরিচয়ে একজন আসেন। গাবতলী ট্রাফিক পুলিশ বক্সের টিআই কাজী মাহবুব তার পরিচয় নিশ্চিত হয়ে টাকা বুঝিয়ে দেন।

আরও পড়ুন

×