ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফরিদপুরে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু

ফরিদপুরে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৩ জুলাই ২০২১ | ০০:৫৫

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন।

হাসপাতালটির পরিচালক ডা. সাইফুল রহমান জানান, আইসিইউ ও সাধারণ করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন করোনায় ও সাত জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এই ১০ জনের মধ্যে পাঁচ জন ফরিদপুর জেলার। 

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৫ নমুনা পরীক্ষার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৬২ জনের। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪৬.৯৫ শতাংশ।

আরও পড়ুন

×