ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ওসমানী ও পুলিশ লাইন্সের টিকাকেন্দ্রে ব্যাপক চাপ

ওসমানী ও পুলিশ লাইন্সের টিকাকেন্দ্রে ব্যাপক চাপ

সিলেটে টিকাগ্রহীতাদের ভিড় - সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৯ জুলাই ২০২১ | ০৯:১৩

সিলেটে করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য মানুষের আগ্রহ বাড়ায় নগরীর দুটি টিকাদান কেন্দ্রে ব্যাপক চাপ বেড়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে প্রতিদিন টিকাগ্রহীতারা ভিড় করছেন। টিকাগ্রহীতাদের লাইনে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি অনুসরণও সম্ভব হচ্ছে না; যাতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা সৃষ্টি হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে নগরীতে আরও ৯টি টিকাদান কেন্দ্র চালু করতে চায় সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

এ বিষয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হলেও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন সংশ্নিষ্টরা। গণটিকাদানে গতি আনতে উপজেলায় ইউনিয়ন পর্যায়ে টিকাদান কেন্দ্র চালুর মতো নগরীতে ওয়ার্ড পর্যায়ে টিকাকেন্দ্র চালুর দাবি উঠেছে। বর্তমানে দেশে টিকার সংকট কেটে যাওয়ায় নগরীর ওয়ার্ড পর্যায়ে টিকাদান কেন্দ্র চালুর দাবি উঠেছে। এতে সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বাড়বে বলে মনে করছেন ওসমানীতে টিকাদান সংশ্নিষ্টরা।

বৃহস্পতিবার সরেজমিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রের প্রতিটি বুথে টিকাগ্রহীতার ভিড় দেখা গেছে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ দলবেঁধে এসে টিকা নিয়ে ফিরছেন। সকালে টিকাদান কর্মসূচি শুরুর আগে থেকেই হাসপাতালের নতুন ভবনের পাঁচতলায় আগ্রহীদের লম্বা লাইন শুরু হয়। দুপুর দেড়টায় নারী-পুরুষ উভয় বুথে লম্বা লাইন ছিল।

নগরীতে নতুন প্রস্তাবিত টিকাদান কেন্দ্রের মধ্যে রয়েছে- নগর ভবন, নগরীর চৌহাট্টায় মাতৃমঙ্গল হাসপাতাল, ধোপাদীঘির উত্তর পাড়ের বিনোদিনী নগর স্বাস্থ্যকেন্দ্র, নগরীর বাগবাড়ি নগর স্বাস্থ্যকেন্দ্র, আখালিয়ার বীরেশ চন্দ্র নগর স্বাস্থ্যকেন্দ্র, কাজিটুলার সূর্যের হাসি ক্লিনিক, টিলাগড়ের সূর্যের হাসি ক্লিনিক, শাহজালাল উপশহর নগর স্বাস্থ্যকেন্দ্র এবং কদমতলী নগর স্বাস্থ্যকেন্দ্র। বর্তমান পরিস্থিতি সামাল দিতে ওসমানী ও পুলিশ লাইন্স কেন্দ্রে বুথ বাড়ানো হয়েছে।

নগরীতে করোনার টিকাদান কর্মসূচি সমন্বয়ের দায়িত্বে থাকা সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে টিকা নিতে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। টিকা নেওয়ার বয়স কমানোর ফলেও চাপ বাড়ছে। এজন্য নতুন ৯টি টিকাদান কেন্দ্র চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে নতুন কেন্দ্র চালু করার জন্য ৪০ জন স্বাস্থ্যকর্মীকে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×