পাটুরিয়া-আরিচায় ঢাকায় ফেরা মানুষের ভিড়

গণপরিবহন বন্ধ থাকায় ট্রাকে করে ফিরছে মানুষ, ছবি: সমকাল
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২১ | ০৬:৪৭
পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে কর্মস্থল ঢাকায় ফেরা মানুষের উপচেপড়া ভিড় লেগেছে। মূলত পোশাক কারখানা খুলে দেওয়ার কারণে লাগা সেই ভিড় এখনও রয়ে গেছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদে বাড়ি গিয়েছিলেন, এখন কর্মস্থলে ফিরছেন, এমন মানুষই বেশি।
করোনাভাইরাসের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে পদ্মা-যমুনা পাড়ি দিয়ে পাটুরিয়া ও আরিচা ঘাটে এসে ভিড় করছেন যাত্রীরা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার কর্মজীবী মানুষের ঢাকা ফেরার চাপে শুক্রবার বিকেল থেকে ঘাটটিতে উপচে পড়া ভিড় দেখা যায়।
এ রুটে চলাচলরত ফেরিগুলোতে মানুষের ভিড়ই বেশি দেখা গেছে। যানবাহনের চেয়ে যাত্রীদের চাপ ছিল বেশি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অফিস সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে দৌলতদিয়া ঘাট থেকে হাজার হাজার মানুষ ফেরিতে করে পদ্মা-যমুনা নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ও আরিচা ঘাটে এসে ভিড় করছেন। এরপর কর্মস্থল ঢাকায় ফিরছেন।
বিআইডব্লিউটিসি জানায়, এ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে গাদাগাদি করে নদী পার হচ্ছেন।
বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, শুত্রবার ঈদ শেষে কর্মস্থল ঢাকায় ফেরা যাত্রীদের উপচেপড়া ভিড় পড়েছে। এ নৌ-রুটে ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
তিনি আরও জানান, যাত্রীরা স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করেই চলছেন। এছাড়া ঘাট এলাকায় গণপরিবহন না থাকায় ছোট যানবাহনে করে অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকা ফিরছেন তারা।