ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ ১ কারবারি গ্রেপ্তার

আটক মইনুল ইসলাম - সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২১ | ০৫:০২ | আপডেট: ০৯ আগস্ট ২০২১ | ০৭:০৭
নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মইনুল ইসলাম (৩৫) নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মইনুল ইসলাম উপজেলার রসপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। রোববার রাতে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানীর অধিনায়ক লে. কমান্ডার তৌকির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাটের সীমান্তবর্তী শিমুলতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিমুলতলী বাজারের পাশ থেকে মইনুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মইনুল ইসলাম বিভিন্ন ধরণের নেশাজাতীয় দ্রব্য সরবরাহের বিষয়টি স্বীকার করেছে। রোববার রাতেই তাকে ধামইরহাট থানায় সোর্পদ করা হয়।
তিনি আরও জানান, এসিআই কোম্পানির ঔষধ লোপেন্টা, স্কয়ারের পেন্টাডল, অপসোনিনের ট্যাপেন্টাডল, এসকেএফ এর ট্যাপেন্টা ব্যাথানাশক ট্যাবলেট। যা ফার্মেসিতে পাওয়া যেত। কিন্তু বেশ কিছুদিন ধরে ফেন্সিডিল, হেরোইন ও ইয়াবার বিকল্প মাদক হিসেবে সেবন শুরু হয়েছে।
এব্যাপারে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন জানান, মইনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।