নওগাঁয় সাতদিন ধরে অবরুদ্ধ কৃষক পরিবার

ধামইরহাটে অবরুদ্ধ কৃষক পরিবার - সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২১ | ০৬:১৯ | আপডেট: ০৯ আগস্ট ২০২১ | ০৯:০১
নওগাঁর ধামইরহাট উপজেলায় ইকবাল হোসেন নামের এক কৃষকের পরিবারকে ৭ দিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। উপজেলার খেলনা ইউনিয়নের রসুপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে সোমবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়. মৃত মফিজ উদ্দিনের ছেলে ইকবাল হোসেন ৩ যুগ ধরে রসুপুর গ্রামে বসবাস করছেন। সম্প্রতি একই গ্রামের মোহাম্মদ আলী ও তার লোকজন তার বাড়ির খলিয়ানে যানবাহন চালানোর রাস্তা তৈরির উদ্দেশ্যে ইটের খোয়া বিছিয়ে রাস্তা বানানোর চেষ্টা করেন। এ সময় ইকবাল হোসেন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলী ও তার লোকজন ইকবাল হোসেনের বাড়ির চারপাশে বাঁশ-খুঁটির বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে। এই অবস্থায় তারা বাড়ি থেকে বাইরে যেতে পারছেন না।
ইকবাল হোসেন বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া বাড়িতে বসবাস করছি। বাড়ির খলিয়ান দখল করতে না দেওয়ায় আমার পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাজার করতে পারছি না। রোববার সন্ধ্যায় ছেলে বাড়ির পেছন দিয়ে বাজার করতে বের হয়। বাড়িতে প্রবেশের সময় মোহাম্মদ আলীর লোকজন তাকে ধাওয়া করে। কোনোভাবে পালিয়ে রক্ষা পায় শাকিল। তিনি বলেন, মীমাংসার জন্য জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেও কোনো ফল হয়নি। উল্টো তারা হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে মোহাম্মদ আলী বলেন, আমার জমি আমি ঘিরে রেখেছি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নওগাঁ
- ধামইরহাট
- অবরুদ্ধ কৃষক পরিবার