ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পটুয়াখালীর সেই চেয়ারম্যানের বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীর মামলা

পটুয়াখালীর সেই চেয়ারম্যানের বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীর মামলা

ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১ | ০৮:৪৫

স্বাস্থ্যকর্মীকে পেটানোর ঘটনায় পটুয়াখালীর বাউফলের আলোচিত সেই ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের শিকার স্বাস্থ্যকর্মী আল-আমিন সিকদার সোমবার বাউফল থানায় মামলাটি করেন। এতে কনকদিয়া ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারকে একমাত্র আসামি করা হয়েছে। থানার ওসি মো. আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার গণটিকা কার্যক্রমে উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্বাস্থ্য সহকারী আল-আমিন সিকদারকে মারধর করা হয়। এ ছাড়া টিকাদানে বাধা দেওয়াসহ দায়িত্বপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাছলিমা নাজনীনকে গালাগালও করেন চেয়ারম্যান। শাহীন হাওলাদার এর আগে সালিশ বৈঠকে গিয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছিলেন।

এদিকে, চেয়ারম্যান শাহীন হাওলাদার গণটিকা কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে রোববার রাতে পটুয়াখালীর সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, ওই দুই স্বাস্থ্যকর্মী তাছলিমা নাজনীন ও আল-আমিন সিকদার অনিয়ম করে নির্ধারিত এলাকার (১, ২ ও ৩ নং ওয়ার্ড) বাইরেও তাদের নিজস্ব লোকজন এনে টিকা দেওয়ান। এতে আরও বলা হয়, আল-আমিন সিকদার স্বাস্থ্যকর্মী হলেও তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন। আল-আমিনের ভাই লিটন সিকদার নির্বাচনে চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী ছিলেন। এ কারণে ওই পরিবারটি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে ব্যস্ত থাকে।

এ ব্যাপারে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, দুটি অভিযোগ তদন্ত করতে দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×