গৃহবধূকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২১ | ০১:৩৫ | আপডেট: ১০ আগস্ট ২০২১ | ০২:০১
বরিশালের বানারীপাড়ায় গৃহবধূকে অপহরণের পর আটক রেখে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার নির্যাতিত নারীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার ধর্ষণের শিকার গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশালে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, প্রায় নয় বছর আগে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির সাথে ওই গৃহবধূর বিয়ে হয়। তাদের ৭/৮ বছরের একটি ছেলে রয়েছে। বছর খানের আগে দরিয়াবাদ (মসজিদবাড়ী) এলাকার বর্তমানে খেজুরবাড়ীর বাসিন্দা দিপক কুমার বিশ্বাসের সাথে ওই গৃহবধূর সম্পর্ক গড়ে ওঠে। দিপক নিজেকে মুসলমান বলে পরিচয় দেন। এক পর্যায়ে গত ৩০ জুলাই দিপক ওই নারীকে আউয়ার বাজারের কাছে যেতে বলেন। সেখান থেকে মোটরসাইকেলে তুলে তাকে উজিরপুর উপজেলার হারতাপাড়া দক্ষিণ পার বাজারে নিয়ে একটি ভবনের দোতলায় আটকে রাখে দিপক। পরে দিপক ও তার বন্ধু কয়েকদিন ধরে ওই নারীকে ধর্ষণ করেন। খবর পেয়ে হারতা ক্যাম্পের পুলিশ তাকে উদ্ধার করে।
বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল করানোর জন্য বরিশালে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।