ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অস্ত্রসহ ইউপিডিএফের দুই সদস্য আটক

অস্ত্রসহ ইউপিডিএফের দুই সদস্য আটক

চাঁদাবাজির অভিযোগে আটক ইউপিডিএফের দুই সদস্য-সমকাল

বাঘাইছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১ | ০০:৪৫

বাঘাইছড়ি উপজেলার জারুলছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) প্রসিদ গ্রুপের দুই সদস্যকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে সেনাবাহিনী। বঙ্গলতলী ইউনিয়নের ১২ বীরের আওতাধীন করেঙ্গাতলী সেনা ক্যাম্পের সদস্যরা শুক্রবার সকাল সাড়ে ৬টায় তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র পাওয়া যায়।   

আটক ব্যক্তিরা পশ্চিম বালুখালী গ্রামের বঙ্গলতলী ইউনিয়নর দিন মোহন চাকমার ছেলে ওমর চাকমা (৩৪) এবং উগলছড়ি গ্রামের শান্তাবিল চাকমার ছেলে  রকেট চাকমা। তাদের কাছে থাকা একটি এলজি, ২ রাউন্ড অ্যামোনিশন, ৬টি চাঁদা আদায়ের রশিদ বই, একটি ইউপিডিএফের চেতনা ও মূল্যবোধ কার্ড জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বাঘাইছড়ি থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। 

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান বলেন, আমাদের কাছে দু’জন ব্যক্তিকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ হস্তান্তর করেছে সেনাবাহিনী। মামলা করে তাদের কোর্টে পাঠানো হবে।


আরও পড়ুন

×