বাঘাইছড়িতে অস্ত্রসহ দুই ইউপিডিএফ সদস্য আটক

সেনাবাহিনীর অভিযানেআটক হওয়া ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য। ছবি-সংগৃহীত
রাঙামাটি অফিস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২১ | ০৫:৫৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জারুলছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য অস্ত্রসহ আটক হয়েছেন। তারা হলেন, অমর চাকমা (৩৪) ও রকেট চাকমা (২২)।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান সমকালকে জানান, বাঘাইছড়ি উপজেলার ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের ১২ বীরের আওতাধীন করেঙ্গাতলী সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য শুক্রবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জারুলছড়ি এলাকায় অভিযান চালান। এসময় প্রসিত বিকাশ খীসা সমর্থিত ইউপিডিএফের দুই সদস্য অমর চাকমা ও রকেট চাকমাকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ১ টি দেশিয় বন্দুক (এলজি), ২ রাউন্ড গুলি, ৬টি চাঁদা রশিদ বই, ৫টি মোবাইল সেট, ২টি ব্যাগ এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত অমর চাকমা উপজেলার পশ্চিম বালুখালী গ্রামের বঙ্গলতলী ইউনিয়নের দিন মোহন চাকমার ছেলে ও রকেট চাকমা একই ইউনিয়নের উগলছড়ি গ্রামের শান্তবিল চাকমার ছেলে। পরে উদ্ধার করা অস্ত্রশস্ত্র ও আটককৃতদের ১২ বীরসেনা জোনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনোয়ার হোসেন খান জানান, তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রচলিত আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।
- বিষয় :
- বাঘাইছড়ি
- সেনাবাহিনীর অভিযান
- ইউপিডিএফ