ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফলোআপ

'টিকা পুশ করিনি, ছবি তুলে ফেসবুকে দিয়েছি'

'টিকা পুশ করিনি, ছবি তুলে ফেসবুকে দিয়েছি'

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ইউপি চেয়াম্যান কামরুল ইসলাম

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১ | ০৪:৪৫ | আপডেট: ১৯ আগস্ট ২০২১ | ০৫:১৬

কুমিল্লার হোমনায় নারীর শরীরে করোনার টিকা পুশ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিলেন ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম।

আজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নারীর শরীরের টিকা পুশ করার বিষয়টি অস্বীকার করে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত ওই বক্তব্যে তিনি বলেন, আমি সচেতনতা সৃষ্টি করতে খালি সিরিঞ্জ নিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়েছিলাম। আমি ওই নারীর শরীরে কোন টিকা টিকা পুশ করিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ ফেসবুকের এই ছবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ভুল ব্যাখ্যা দিয়েছে । প্রকৃত অর্থে আমি শুধুমাত্র সচেতনতা সৃষ্টি করতে ও টিকা দেওয়ার ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করতে এই ফটোসেশন করে ফেসবুকে আপলোড করেছিলাম ছবিটি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সামাজিকভাবে হেয় করতে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই সব অপপ্রচার চালাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কামাল হোসেন, পাশে নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাকিম ১ নং ওয়ার্ড সভাপতি খোকন মিয়া ৭ নং সভাপতি মহিউদ্দিন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক আব্দুল মোতালিব, বাসানিয়ে ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মনির হোসেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খাজা আহমেদ , ইউপি সদস্য রিনা বেগম, শান্তি বেগম, জলি বেগম, বাবুল মিয়া, আমির হোসেন, আমিরুল ইসলাম, আবু কালাম প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট দৈনিক সমকালের অনলাইনে 'এবার করোনা টিকা পুশ করলেন ইউপি চেয়ারম্যান' এই শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন

×