‘রানীর’ মৃত্যু নিয়ে রহস্য

ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১৯ আগস্ট ২০২১ | ০৬:৩১ | আপডেট: ১৯ আগস্ট ২০২১ | ০৯:৩৭
সাভারের আশুলিয়ার আলোচিত সেই ছোট্ট গরু ‘রানীর’ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানালেও গরুটির মালিক শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ আবু সুফিয়ান বলছেন গরুটি মারা যায়নি।
ফলে চিকিৎসক ও গরুর মালিকের দুই ধরনের বক্তব্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
গরুর মালিক সুফিয়ান জানান, গরুটির চিকিৎসা চলছে। তবে বৃহস্পতিবার দুপুরে সাভার প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব গরুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পেটে গ্যাস জমে বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটি মারা গেছে বলে তিনি জানান।
রানীকে পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে কিছুদিন আগে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কর্তৃপক্ষ।
এ দিকে দুপুরের পর থেকেই রাণীর মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা শিকড় এগ্রো ফার্মে ছুটে গেলে ফার্ম কর্তৃপক্ষ জানায়, গরুটিকে ফার্ম থেকে অন্যত্র নেয়া হয়েছে। ফার্মের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে রানীকে কোথায় রাখা হয়েছে সেটাও ফার্ম কর্তৃপক্ষ জানে না বলে জানান।
শিকড় এগ্রো ফার্মটির নিজস্ব পশুচিকিৎসক আতিকুজ্জামান জুয়েল বলেন, বুধবার ‘রানী’ অসুস্থ হয়ে পড়ে। তখন থেকেই রানীর চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে সাভারের প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা চলাকালে দুপুর ২টার দিকে গরুটি মারা যায়।
উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব জানান, গরুটির পেট ফোলা ছিল। আমাদের ভেটেরিনারি সার্জনসহ কয়েকজন মিলে চিকিৎসা দেন। এরপরও ছোট গরুটির কোনো উন্নতি হয়নি। পরে দুপুর ২টার দিকে মারা যায়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গরুটির মালিক কাজী সুফিয়ান সমকালকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে গরুটির মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে। রনী সকালে অসুস্থ হয়ে পড়ায় স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। এরপর ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মাত্র ২০ ইঞ্চি উচ্চতা, লম্বায় ২৩ ইঞ্চি এবং ২৬ কেজি ওজনের বক্সার ভূট্টি জাতের খর্বাকায় এই ছোট গরুটির নাম ‘রাণী’।
গরুটির মালিক ‘শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর স্বাত্তাধিকারী আবু সুফিয়ান রাণীকে বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। তাদের পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বে ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ।
রাণীকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ডভুক্ত করতে গত ২ জুলাই রাত ১২টার পর আবেদন জানানো হয়েছে। আবেদনের পর গিনেস বুক কর্তৃপক্ষ একটি রিপ্লাই দিয়ে জানিয়েছে- তাদের নিজস্ব কিছু প্রক্রিয়া রয়েছে। ওই প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৯০ দিনের মধ্যে পরবর্তী কার্যক্রমগুলো শেষ করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে তারা।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী- এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট গরুটি রয়েছে ভারতের কেরালা রাজ্যে। ৪ বছর বয়সী ওই গরুটি লাল রঙের। যেটির উচ্চতা ২৪ ইঞ্চি (২ ফুট)। আর ওজন ৪০ কেজি। গরুটির নাম ‘মানিকিয়াম’। ভারতের গরুটি ল্যাব্রাডার কুকুরের চেয়েও ছোট। এর মালিক অক্ষয় এনভি নামের এক ব্যক্তি।