ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সোনাইমুড়ী থানার পুলিশ কর্মকর্তা জিসান সাময়িক বরখাস্ত

সোনাইমুড়ী থানার পুলিশ কর্মকর্তা জিসান সাময়িক বরখাস্ত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১ | ১২:২২ | আপডেট: ২৪ আগস্ট ২০২১ | ১২:২২

নোয়াখালীর সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার রাতে এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট বিকেল পৌনে ৪টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী থানার ধর্ষণ মামলার দুই আসামি পুলিশকে ফাঁকি দিয়ে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকার হাইওয়ে রোডের আল মদিনা হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই দিনই তাৎক্ষণিক তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। এবার এছাড়া পরিদর্শক (তদন্ত) জিসান আহম্মেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো।


আরও পড়ুন

×