প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, হাতেনাতে আটক অভিযুক্ত

মমিন গাজী
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১ | ০৫:৪৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ | ০৬:০২
খুলনার পাইকগাছায় প্রতিবন্ধী এক নারী (৩৫) ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় উপজেলার শিববাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারীর মা চিৎকার করলে পাশের বাড়ির লোকজন অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে পুলিশে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মমিন গাজী। তার বয়স ৪৫ বছর। তিনি একই উপজেলার গদাইপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমোলাই গ্রামের মৃত আদম গাজীর ছেলে।
মামলার এজাহারের বরাত দিয়ে পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মমিন গাজী ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। এর আগে একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেছেন বলেও তিনি স্বীকারোক্তি দেন।
ওসি জানান, ধর্ষণের শিকার ওই নারী সমাজসেবা অধিদপ্তরের একজন নিবন্ধিত মানসিক প্রতিবন্ধী।