ছাত্রদল নেতা জুয়েলের মুক্তি দাবিতে গাজীপুরে বিক্ষোভ

গাজীপুর মহানগর ছাত্রদলের বিক্ষোভ - সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১ | ১০:০৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ | ১০:৩৯
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে মহানগর ছাত্রদলের উদ্যোগে টঙ্গী এলাকায় বিক্ষোভ করেন নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সাইফ মাহমুদ জুয়েলসহ আটক সব ছাত্রনেতার মুক্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সম্রাট শাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জিতু রাজ, যুগ্ম সম্পাদক জিএম হোসেন প্রমুখ।
এর আগে সোমবার রাত ১০টার দিকে রাজধানী যাত্রাবাড়ীর কাজলা থেকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমিসহ তিনজনকে আটক করে পুলিশ।
- বিষয় :
- ছাত্রদল
- সাংগঠনিক সম্পাদক
- গাজীপুর