ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কোম্পানিগঞ্জের রাজনৈতিক সমস্যা সমাধান করবেন সেতুমন্ত্রী: কাদের মির্জা

কোম্পানিগঞ্জের রাজনৈতিক সমস্যা সমাধান করবেন সেতুমন্ত্রী: কাদের মির্জা

বৃহস্পতিবার বসুরহাট বাজারে একটি পাঠাগার উদ্বোধন করেন পৌরমেয়র আবদুল কাদের মির্জা -সমকাল

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১ | ০৭:৪৪ | আপডেট: ২৬ আগস্ট ২০২১ | ০৭:৪৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, গতকাল রাতে মাননীয় সেতুমন্ত্রীর (আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের) সঙ্গে আমার কথা হয়েছে। আগামী মাসে তিনি কোম্পানীগঞ্জে আসবেন। কোম্পানীগঞ্জে যে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে তিনি তা সমাধান করে দেবেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় বসুরহাট বাজারে উপজেলা কার্যালয়ের সামনে মামুন টাওয়ারের তৃতীয় তলায় একটি পাঠাগার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। 

বামনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাহবার হোসেনের সভাপতিত্বে ও নাজমা আক্তার শিফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেয়রপত্নী আক্তার জাহান বকুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন বিএসসি, মাস্টার মফিজ উল্যাহ প্রমুখ।

সমাজসেবামূলক এ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মো. ইফতেখার হোসেন, প্রধান পৃষ্ঠপোষক আমেরিকান প্রবাসী মো. কাজল ও প্রধান উদ্যোক্তা মো. শাহাদাত হোসেন সোহাগ।

আবদুল কাদের মির্জা বলেন, 'কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। কিছু কিছু দুর্নীতিবাজ সরকারি আমলা রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নৃশংসভাবে হত্যার পর দুর্বল রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতায় এলে সরকারি আমলারা মাথা চাড়া দিয়ে ওঠে। আমলাদের কাজ হলো সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা। কিন্তু অনেক সময় দেখা যায় জনগণের করের টাকার বেতনভুক্ত কর্মচারীরা জনগণের ওপর বেআইনিভাবে প্রভাব বিস্তার করে।' 

তিনি আরও বলেন, '১৯৯৬ সালে জনতার মঞ্চে যোগ দিয়ে এবং ২০০৬ সালে আবারও চার দলীয় জোটকে ক্ষমতায় বসানোর জন্য ঢাকার উত্তরা সরকারি আমলারা যে ষড়যন্ত্র করেছিলেন তাতে তাদের চাকরিবিধি লঙ্ঘিত হয়েছিল। এভাবে তারা তাদের শপথ ভঙ্গ করেছেন। এগুলো রাষ্ট্রদ্রোহীতার শামিল। তারা যেন এ ধরনের কাজের পুনরাবৃত্তি করতে না পারেন রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের সে বিষয়ে সর্তক থাকতে হবে।'

আরও পড়ুন

×