ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অবশেষে ভোট দিলেন জাপা প্রার্থী

অবশেষে ভোট দিলেন জাপা প্রার্থী

সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। ছবি: ইউসুফ আলী

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ০৪:০২ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ০৪:০৩

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) জটিলতার কারণে সকালে ভোট দিতে না পারা জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতিকুর রহমান আতিক অবশেষে ভোট দিয়েছেন।

শনিবার বিকেল পৌনে ৪টার দিকে দ‌ক্ষিণ সুরমার রেবতি রেমন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ইভিএমে ভোট দেন তিনি। আতি‌কের প্রচা‌রের দা‌য়ি‌ত্বে থাকা জাপা নেতা মামুনুর রশীদ এ তথ্য জানান।

এর আগে সকাল ১০টায় একই কেন্দ্রে গিয়ে আঙুলের ছাপ সংক্রান্ত সমস্যার কারণে ভোট দিতে ব্যর্থ হন আতিক। ওই সময় কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তারা দেড়-দুই ঘণ্টা পরে আবারও ভোট দিতে আসার জন্য জাপার প্রার্থী আতিককে অনুরোধ করেন।

জাপা নেতা মামুনুর রশীদ জানান, ইভিএমে আঙুলের ছাপ না মেলায় সকালে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক ভোট দিতে পারেননি। পরে বিকেল পৌনে ৪টার দিকে একই কেন্দ্রে গিয়ে তিনি নিজের ভোটটি দিতে সক্ষম হন।

আরও পড়ুন

×