ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কোম্পানীগঞ্জে আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা

কোম্পানীগঞ্জে আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা

আবদুল কাদের মির্জা ও মাহবুব রশিদ মঞ্জু (ডানে)

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ০৬:৩৯ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৩৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ মুছাপুর ইউনিয়নের রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা রোববার সকাল ১০টায় রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় প্রতিবাদ সভার ডাক দেন। তার অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলকে রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার সভাপতির পদ থেকে অপসারণ করে প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জুকে মাদ্রাসার এডহক কমিটির আহ্বায়ক করায় এ প্রতিবাদ সভা কর্মসূচির ডাক দেওয়া হয়।

অপরদিকে দিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুনকে অপমান ও নাজেহাল করার প্রতিবাদে একই সময় একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জু।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর বলেন, পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে জেনেছি। সংঘর্ষের আশংকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার সকালে অনুষ্ঠিতব্য একই সময়, একই স্থানে উভয়পক্ষ এ কর্মসূচি দেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজের মধ্যে বিরাজ করছে চরম আতংক।

আরও পড়ুন

×