ছেলের হাতে বাবা খুন

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১ | ০৫:৩৬ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ | ০৫:৩৬
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছেলের লাঠির আঘাতে নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম একই গ্রামের মৃত তৈমউদ্দীনের ছেলে। এই ঘটনায় নিহতের ছেলে জয়নুল আবেদীনকে (১৯) আটক করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, ভোরে নুরুল ইসলামের সঙ্গে তার স্ত্রী জুলেখা বেগম ও ছেলে জয়নুলের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নুরুল তার স্ত্রী -ছেলেকে মারধর করেন এবং বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। এতে জয়নুল ক্ষিপ্ত হয়ে তার বাবাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন। এতে নুরুল গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যান। পরে চিকিৎসার জন্য দিনাজপুরে নেওয়ার পথে তিনি মারা যান।
হরিপুর থানার ওসি আওরঙ্গজেব বলেন, এ ঘটনায় অভিযুক্ত জয়নুলকে আটক করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত নুরুল ইসলামের স্ত্রী জুলেখা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
- বিষয় :
- লাঠির আঘাত
- ছেলের হাতে খুন
- বাবা খুন