স্থানীয় নির্বাচনে দলীয় অংশগ্রহণের সিদ্ধান্ত হয়নি: ফখরুল

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সমকাল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১ | ০৫:৪৬ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ | ০৬:০৩
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় নির্বাচনে দলগতভাবে অংশগ্রহণের কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার দুপুরে ঠাকুরগাঁও কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনারকে দেখলে মনে হয় তিনি একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। স্থানীয় সরকার নির্বাচনে আমরা দেখেছি ভোটার উপস্থিতি নেই। কারণ বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ। বর্তমান সরকার তো নির্বাচনবিহীন সরকার। তাই তারা চায় না এই দেশে সুষ্ঠু নির্বাচন হোক।
বিএনপির নেতৃত্বের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, বিএনপিতে নেতৃত্বের কোন সঙ্কট নেই, তারেক রহমানের নেতৃত্বেই তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা হচ্ছে। পুরো দল তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। পুরো দল তারেক রহমানের নির্দেশনায় কাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। ডা. জাফরুল্লাহ সাহেব যে কথা বলেছেন তা ভিত্তিহীন। আসলে উনার বয়স হয়েছে তাই ভুল-ভাল বলেন মাঝে মাঝে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে অরাজনৈতিক ইস্যু তৈরি করছে। জিয়াউর রহমানের কবর নিয়ে কুরুচিপূর্ণ্য মন্তব্য করেছেন।
মির্জা ফখরুল বলেন, করোনা, ডেঙ্গু মোকাবেলা ও জনগনের নিরাপত্তা দিতে ব্যর্থ বর্তমান সরকার। করোনার কারণে দেশে বেকারত্ব বেড়েছে, অনেক মানুষ কাজের অভাবে দিশেহারা। সেই সাথে করোনা ও ডেঙ্গুর জন্য কতজন মানুষ মারা গেল, সে খোঁজ নেই। এসব থেকে উত্তোরনের চিন্তা না করে সরকার জিয়ার কবর নিয়ে মেতে উঠেছে। এই সরকারের উপর এজন্যই মানুষের আস্থা নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।