ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিলেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান

সিলেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান

শফিকুর রহমান চৌধুরী

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১ | ০৬:১৮ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ | ০৭:৫৯

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী। সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক চিঠিতে শফিকুর রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়। তিনি প্রয়াত অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের স্থলাভিসিক্ত হলেন। ২০১৯ সালের ৫ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে শফিকুর রহমানও সভাপতি প্রার্থী ছিলেন।

গত ২ সেপ্টেম্বর সাবেক গণপরিষদ সদস্য ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান মারা যান। এতে জেলা পরিষদের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সভাপতির পদও শূন্য হয়। অবশ্য জেলা পরিষদ আইন অনুযায়ী, বর্তমান পরিষদের মেয়াদ ৬ মাসের কম থাকায় জেলা পরিষদের চেয়ারম্যান পদে আপাতত উপনির্বাচনের প্রয়োজন নেই। চলতি মেয়াদের বাকি সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন।

শফিকুর রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আপনাকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব প্রদান করেছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।  

এ বিষয়ে শফিকুর রহমান সমকালকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যখন যে দায়িত্ব দিয়েছেন, তা সুচারুভাবে পালনের চেষ্টা করেছি। নতুন দায়িত্ব প্রদানের জন্য তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানান। 

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান সিলেট জেলা আওয়ামী লীগের গত কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এবারে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন সম্পর্কে তিনি বলেন, সিলেট আওয়ামী লীগের সর্বস্তরের  নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করার লক্ষে কাজ করবো। 


আরও পড়ুন

×