ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মায়ের দায়ের করা মামলায় ছেলে গ্রেপ্তার

মায়ের দায়ের করা মামলায় ছেলে গ্রেপ্তার

সুমন মিয়া

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১ | ০৪:২২ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ | ০৫:১৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মায়ের দায়ের করা মামলায় সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমন মিয়া ওই এলাকার মৃত শহিদ উল্লাহর ছেলে। তিনি নেশা ও জুয়ায় আসক্ত। এর আগে বুধবার রাত সোয়া ১২টার দিকে মোছা. হাসনা হেনা (৬৪) বাদী হয়ে ছেলে সুমনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেন।

মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুমন তার স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করেন। তিনি সবসময় নেশা ও জুয়ার টাকার জন্য মা মোছা. হাসনা হেনাকে অত্যাচার-বিরক্ত করতেন। মাকে কোন প্রকার ভরণ-পোষণও করতেন না সুমন। এ রকম পরিস্থিতিতে মঙ্গলবার রাত ৮টার দিকে মা মোছা. হাসনা হেনাকে নেশার টাকার জন্য সুমন অশ্লীল ভাষায় গালাগালি শুরু করেন। হাসনা হেনা প্রতিবাদ জানালে সুমন দা নিয়ে মায়ের ওপর চড়াও হয় এবং তার পিঠে কোপ বসিয়ে দেন। এতে হাসনা হেনা আহত হন। পরে হাসনা হেনার আরেক ছেলে রাজন মিয়া ও তার স্ত্রী মর্জিনা আক্তার এগিয়ে গেলে সুমন তাদের ওপরও চড়াও হয়ে মারপিট করেন। ঘটনার পর এলাকাবাসী হাসনা হেনাকে উদ্ধার করে পাকুন্দয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, এমন অমানবিক ঘটনায় মা অভিযোগ করার পর পরই অভিযুক্ত সুমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

আরও পড়ুন

×