হাওরের ক্ষতি হয় এমন প্রকল্পের বিরুদ্ধে সরকার: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: ফাইল
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১ | ০৮:০৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ | ০৮:০৬
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। আগামী প্রজন্মকে রক্ষার জন্যই আগে পরিবেশ রক্ষা করতে হবে। আমরা এমন কোনো প্রকল্প গ্রহণ করব না, যেগুলোতে হাওরের মানুষের জন্য সমস্যা হবে, হিজল, করচ গাছের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের ক্ষতি হয় এমন প্রকল্পের বিরুদ্ধে।
রোববার দুপুরে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, করোনার কারণে যতটুকু পিছিয়ে পড়েছি আমরা, ততটুকু পুষিয়ে নিতে হবে সবাইকে একযোগে কাজ করে। চাওয়া, পাওয়া আর ব্যবস্থাপনা সবকিছু ঠিক রেখে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিতে হবে।
অনুষ্ঠানে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত প্রমুখ বক্তৃতা করেন।