বাঘাইছড়িতে জেএসএস সন্তুলারমা দলের নেতাকে গুলি করে হত্যা

বাঘাইছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১ | ২৩:২৫ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ | ২৩:২৯
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের মধ্যম বঙ্গলতলী এলাকায় প্রতিপক্ষের গুলিতে জেএসএস সন্তুলারমা দলের থানা কমিটির বিচার বিভাগের এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৪টার দিকে নিজ বাড়িতে সুবেশ চাকমা ওরফে জীবেশ চাকমাকে (৫৬) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার জন্য বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছেন।
জেএসএস সন্তুলারমা দলের সাধারণ সম্পাদক ত্রিদিপ চাকমা ওরফে দীপ বাবু বলেন, 'আমাদের থানা কমিটির সদস্যকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় জেএসএস এমএনলারমা দলের অস্ত্রধারীরা গুলি করে হত্যা করেছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।'
অভিযোগ অস্বীকার করে জেএসএস এমএনলারমা দলের সভাপতি জ্ঞানজীব চাকমা বলেন, 'আমাদের দলে কোনো সন্ত্রাসী কার্যক্রম নাই। আমরা শান্তিচুক্তি বাস্তবায়নের কাজ করছি। অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে।'
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমার ফোর্স যাওয়ার পর বিস্তারিত জানা যাবে।'