ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

লোহাগড়ায় এক স্কুলের তিন শিক্ষক করোনা আক্রান্ত

লোহাগড়ায় এক স্কুলের তিন শিক্ষক করোনা আক্রান্ত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ১০:২৩ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ১০:২৩

নড়াইলের লোহাগড়া উপজেলার হান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন সহকারী শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে ভর্তি শিক্ষক নাঈম পারভেজ সোমবার জানান, জ্বরসহ করোনার উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করতে দেন। ২২ সেপ্টেম্বর রিপোর্টে তার পজিটিভ আসে। শারীরিক অবস্থা খারাপের দিকে যাওয়ায় হাসপাতালে ভর্তি হন।

তিনি জানান, তিনি ছাড়াও সহকারী শিক্ষক জান্নাত আরা যূথী ও স্বপ্না রানী পাল করোনায় আক্রান্ত হয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জোহরা বলেন, বিদ্যালয়ের তিনজন শিক্ষক আক্রান্ত এবং একজন উপসর্গ নিয়ে ছুটিতে আছেন। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান কার্যক্রম চলছে।

আরও পড়ুন

×