ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মিরসরাইয়ে নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা

মিরসরাইয়ে নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা

নৈশপ্রহরী নুরুল আমিন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১ | ০৮:০১ | আপডেট: ০২ অক্টোবর ২০২১ | ০৮:০১

মিরসরাইয়ে একটি স মিলে দায়িত্বরত নুরুল আমিন নামের এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ দীঘির দক্ষিণপাড়ে ছোটন চৌধুরীর স মিলে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ এলাকার দলিলুর রহমান বাড়ির মৃত আহম্মেদুর রহমানের ছেলে। শনিবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় নুরুল আমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার রাতে বড় কমলদহ এলাকায় ছোটন চৌধুরীর মালিকানাধীন স মিলে একদল চোর পানির মোটর, তিনটি ট্রান্সফর্মারের কয়েল চুরি করার সময় নৈশপ্রহরী নুরুল (৫৫) বাধা দেওয়ার চেষ্টা করে। এতে চোরের দল তাকে হাত-পা বেঁধে হাতুড়ি ও গাছ দিয়ে পিটিয়ে হত্যা করে চলে যায়। শনিবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, স মিলে চুরি করতে আসা চোরের দলকে চিনে ফেলায় হাত-পা বেঁধে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মাথা, পা ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×