ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

 সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১ | ০৩:১৫ | আপডেট: ০৫ অক্টোবর ২০২১ | ০৩:১৫

সুনামগঞ্জে সদর উপজেলার আদর্শ গ্রামের কৃষক তৈয়বুর রহমান হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে আসামির অনুপস্থিতে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সুনামগঞ্জ সদর উপজেলার আদর্শ গ্রামের (গুচ্ছ গ্রাম) কুদরত উল্যার ছেলে লুৎফর মিয়া।

আদালত সুত্রে জানা যায়, ২০০৮ সালে নিহত তৈয়ুবুর রহমানের বোন সিতারুন নেসা ও তার স্বামীর পারিবারিক বিরোধ মেটাতে পারিবারিক সালিসি করতে বসেন দুই পক্ষের লোকজন। সালিসে দুপক্ষের কথা কাটাকাটি ও ঝগড়ার একপর্যায়ে সিতারুন বেগমের দেবর লুৎফর রহমানের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তৈয়বুর রহমান মারা যান।

এ ঘটনায় সিতারুন বেগম বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।  দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড.খায়রুল কবির রুমেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

×