ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিমুলিয়া ঘাটে গাড়ির অপেক্ষায় ফেরি

শিমুলিয়া ঘাটে গাড়ির অপেক্ষায় ফেরি

ছবি: সমকাল

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১ | ০৫:০৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০২১ | ০৫:০৩

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে সোমবার থেকে। তবে মঙ্গলবারও পদ্মা পারাপারের জন্য প্রত্যাশিত গাড়ি আসছে না এই রুটে। স্বাভাবিক সময়ে এখানে ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন গাড়ি অপেক্ষা করলেও বর্তমানে ফেরি অপেক্ষা করছে গাড়ির জন্য।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ফেরি ক্যামেলিয়া বাংলাবাজার ঘাট থেকে বেলা ১১টায় শিমুলিয়ায় পৌঁছেছে। ওপারে ফের যাত্রা করার জন্য ফেরিতে মাত্র ১২টি ছোট পরিবহন রয়েছে। দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও ফেরিতে গাড়ি কম কেন? এমন প্রশ্নের জবাবে শিমুলিয়া ঘাটের টার্মিনাল সুপারিন্টেন্ডেন্ট (টিএস) মো. সাহাবুদ্দিন জানান, সব জায়গায় ফেরি চালু হওয়ার বিষয়টি জানাজানি না হওয়াতে এমনটি হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিটিসি'র (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, অন্য সময় ফেরি ঘাটে আসার ৩০ মিনিটের মধ্যে গাড়িতে ফেরি পূর্ণ হয়ে যেত। আর এখন দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও পারাপারের জন্য পর্যাপ্ত গাড়ি নেই। তিনি জানান, স্বাভাবিক সময়ে ফেরির জন্য গাড়ি অপেক্ষা করতো, আর এখন গাড়ির জন্য অপেক্ষা করছে ফেরি।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, আজ সকাল ৬টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মাত্র ৪টি ফেরি ট্রিপ দিয়েছে। স্বাভাবিক সময়ে এ সময়ের মধ্যে অন্তত ১০/১২টি ট্রিপ হয়ে যেতো। তিনি আরও জানান, মাঝারি আকারের ফেরি বেগম সুফিয়া কামাল, বেগম রোকেয়া, ক্যামেলিয়া, কদম ও কুঞ্জলতা নামে ৫টি ফেরি চলাচল করছে বর্তমানে।

বিআইডব্লিটিসি'র শিমুলিয়া ঘাট কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, সোমবার থেকে এ নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল সফল হওয়ায় আজ থেকে ৫টি ফেরি সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাঝারি ফেরিগুলোতে শুধু ছোট পরিবহন যেমন- অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল চলাচল করতে পারবে।

আরও পড়ুন

×