৫ মাস পর বুধবার থেকে শিমুলিয়া-বাংলাবাজারে চলবে স্পিডবোট

ছবি: সমকাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১ | ০৯:৩১ | আপডেট: ০৫ অক্টোবর ২০২১ | ০৯:৩২
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের পদ্মা নদীতে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে স্পিডবোট চলাচলের অনুমতি পাচ্ছে। বুধবার থেকেই এই নৌরুটে স্পিডবোট চালু হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে চলতি বছরের ৩ মে নৌরুটের পদ্মায় স্পিডবোটের সঙ্গে বাল্কহেডের ধাক্কার ঘটনায় ২৬ জন নিহত হয়। ওই ঘটনার পর থেকে অনিদির্ষ্টকালের জন্য শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে অনিবন্ধিত স্পিডবোট নিবন্ধন, চালকের যোগ্যতা সনদ ও রুট পারমিট প্রক্রিয়ার বিআইডব্লিউটিএ’র গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ শেষে বুধবার থেকে স্পিডবোট চলাচল চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক শাহাদাত হোসেন জানান, শিমুলিয়া-বাংলাবাজার এবং মাঝিকান্দি নৌরুটের স্পিডবোটের নিবন্ধনের জন্য ১৪৫টি আবেদন পাওয়া গেছে। যার মধ্যে কাগজপত্র ঠিক থাকায় নিবন্ধন পেয়েছে ১২৬টি। পাশাপাশি ১২০ চালক পেয়েছেন যোগ্যতা সনদ। বুধবার পর্যন্ত ১৯ জনের রুট পারমিট পাওয়া গেছে। আরও কিছু রুট পারমিট প্রধান কার্যালয় (ঢাকা) থেকে আসবে। এর ওপর নির্ভর করবে বুধবার থেকে স্পিডবোট চলাচলের বিষয়টি।
শিপ সার্ভেয়ার ঢাকা সদরঘাটের মো. মামুনুর রশিদ জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া এবং আরিচা ঘাটের ২৩২ স্পিডবোটকে ইতিমধ্যে রেজিষ্ট্রেশন, সার্ভে এবং চালকের সনদ দেওয়া হয়েছে। সনদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আসলে এটা একটা জটিল প্রক্রিয়া। সনদ পেতে অনেক কাগজপত্র দরকার। কাগজ সঠিক কি না তা যাচাই-বাছাই করে স্ক্যান করে সার্ভারে আপলোড দিতে হয়।
- বিষয় :
- শিমুলিয়া
- বাংলাবাজার
- স্পিডবোট
- পদ্মা নদী