ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নাসিক মেয়রের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাসিক মেয়রের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার- সমকাল

নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১ | ০৯:০১ | আপডেট: ০৭ অক্টোবর ২০২১ | ০৯:০১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বৃহস্পতিবার দুপুরে নগরীর নিতাইগঞ্জে নগর ভবনে যান রাষ্ট্রদূত। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র। পরে রাষ্ট্রদূত ও তার সফর সঙ্গীদের নিয়ে নিজ কক্ষে বৈঠকে বসেন মেয়র আইভী।

নগর ভবনের একটি সূত্র জানায়, করোনাকালীন স্বাস্থ্য ও জরুরি কার্যক্রম বাস্তবায়নে বর্তমান ও ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তারা। এ ছাড়া নারায়ণগঞ্জের পর্যটন শিল্প, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নেও মেয়রের সঙ্গে আলোচনা হয় রাষ্ট্রদূতের।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সূত্রে জানা যায়, সকালে রাষ্ট্রদূত মিলার নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানামনগর পরিদর্শন করেন। তিনি সংস্টৃ্কতি মন্ত্রণালয়ের উদ্যোগে পানামনগর পুনরুদ্ধার প্রকল্পের বিষয়ে অবহিত হন।

এ সময় তার সঙ্গে ছিলেন ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন স্টিভেন্স, প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক রাখী রায় প্রমুখ।

আরও পড়ুন

×