ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার স্বামী গ্রেপ্তার

তানজিলা বেগম
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১ | ০১:৫২ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ | ০১:৫৬
জয়পুরহাটের কালাইয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় এক নারী ইউ’পি সদস্য ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের একডালা গ্রাম থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- তানজিলা বেগম (৩৬) এবং তার স্বামী আনোয়ার হোসেন (৪৫)। তারা উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের একডালা গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তার তানজিলা বেগম আহম্মেদাবাদ ইউনিয়নের সংরক্ষিত ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য। এর আগেও ওই নারী এবং তার স্বামী ইয়াবা ট্যাবলেটসহ একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
কালাই থানার ওসি সেলিম মালিক জানান, গ্রেপ্তার ওই স্বামী-স্ত্রীর নামে একাধিক মামলা বিচারাধীন আছে।
তিনি আরও জানান, শনিবার রাতে তানজিলা বেগম ও তার স্বামী আবারও নিজ বাড়িতে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছেন এমন সংবাদ পেয়ে কালাই থানার পুলিশ রাতেই ওই ইউ’পি সদস্যর বাড়িতে অভিযান চালায়। পরে তাদের বাড়ি থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
ওসি সেলিম মালিক বলেন, তানজিলা বেগমের বিরুদ্ধে আগে থেকেই দুইটি মাদক মামলা এবং তার স্বামীর বিরুদ্ধে দুইটি মাদক ও একটি জুয়ার মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রোববার সকালে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।