ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফতুল্লায় স্টিল মিলে বিস্ফোরণ, ৫ শ্রমিক দগ্ধ

ফতুল্লায় স্টিল মিলে বিস্ফোরণ, ৫ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১ | ০৬:৩৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০২১ | ০৭:১৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিএইচআরএম নামে এক স্টিল কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সোহেল রানা (৩৬), লিটন (৩৫), আরিফ (২৭), বিল্লাল হোসেন (৩৫) ও মোহাম্মদ আবদুল আলী (২৬)। তারা সবাই পাগলা রসুলপুর এলাকার বাসিন্দা। 

দগ্ধদের সহকর্মী রুবেল ভাণ্ডারি বলেন, ‘কারখানার ভেতরে শ্রমিকরা ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ বিকট আওয়াজে ভাট্টি বিস্ফোরিত হয়। এতে লোহার গলিত তরল শরীরে পড়লে শ্রমিকরা দগ্ধ হন।’

কারখানার কেমিস্ট মো আশিক বলেন, ‘আহত মোহাম্মদ আলীর অবস্থা আশঙ্কাজনক। অন্যদের মধ্যে বিল্লাল হোসেনের ২০ শতাংশ, আরিফের ১১ শতাংশ, মো. আব্দুল আলীর ৫২ শতাংশ, সোহেলের ১৩ শতাংশ ও লিটনের শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ ঘটনা সম্পর্কে আমাদের কিছুই জানায়নি। বিস্ফোরণের খবর শুনেছি। ফতুল্লা থেকে একটি ইউনিট কারখানায় পাঠানো হয়েছে।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হওয়ার কথা জানানো হয়েছে।’

আরও পড়ুন

×