ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নারীকে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

নারীকে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মোমেনা বেগম

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১ | ০৫:২৯ | আপডেট: ০৩ নভেম্বর ২০২১ | ০৫:৪৫

নড়াইলে এক নারীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সেলিম সরদার। তিনি ভওয়াখালীর সলেমান সরদারের ছেলে। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন সেলিমের মা মোমেনা এবং প্রতিবেশী সাজ্জাদ খান । সাজ্জাদ একই এলাকার কবির খানের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় মোমেনা বেগম আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭মে আসামি সেলিম সরদার ভওয়াখালী এলাকা থেকে নড়াইলে কর্মরত এক  ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের কয়েক হাজার  টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশী হালিমা বেগম দেখে ফেলেন এবং স্থানীয় লোকজনকে জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে আসামি সেলিমের মা মোমেনা ভূক্তভোগী হালিমাকে তাদের বাড়িতে ডেকে আনেন।  এক পর্যায়ে আসামিরা হালিমাকে আঘাত করে গুরুতর জখম করেন। পরে আহত হালিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


আরও পড়ুন

×