দেড় কেজি চালের দামে এক হালি হাঁসের ডিম

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১ | ০৬:৩০ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১ | ০৬:৩০
পটুয়াখালীতে দেড় কেজি চালের দামে বিক্রি হচ্ছে এক হালি হাঁসের ডিম। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির সঙ্গে দফায় দফায় দাম বেড়ে প্রতি হালি হাঁসের ডিম এখন বিক্রি হচ্ছে ৬৪ টাকায়। যা বর্তমান খুচরা বাজারে দেড় কেজি চালের দামের সমান। এতে করে এই পুষ্টিকর খাদ্যদ্রব্যটি এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।
পটুয়াখালীর স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস আগে প্রতি হালি হাঁসের ডিমের মূল্য ছিল ৫০ টাকা। এক মাসের ব্যবধানে তিন দফায় হালিপ্রতি ১৪ টাকা বেড়ে বর্তমান খুচরা বাজারে এক হালি হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৬৪ টাকায়।
ভ্রাম্যমাণ ডিম বিক্রেতা সোহরাব হোসেন বলেন, আড়তে এখন আর আগের মতো হাঁসের ডিম পাওয়া যায় না। তবে মাঝেমধ্যে দুই-এক কুড়ি ডিম আনলেও বেশি দামের কারণে ক্রেতাদের তেমন একটা চাহিদা নেই।
ক্রেতাদের অভিযোগ, 'দেড় কেজি চালের দামে এক হালি হাঁসের ডিম কিনতে হচ্ছে। আমরা চাল খাব নাকি ডিম খাব?' তাদের দাবি, উচ্চমূল্যের কারণে পুষ্টিকর এই খাদ্যদ্রব্যটি যেন খাবার তালিকা থেকে হারিয়ে না যায় সেদিকে সরকার ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত।
শহরের চাল ব্যবসায়ী পরিমল চন্দ্র বলেন, বর্তমান খুচরা বাজারে স্বর্ণা চাল প্রতি কেজি ৪২ টাকা দরে দেড় কেজি চালের মূল্যে ৬৩ টাকা। আর এক হালি হাঁসের ডিমের দাম ৬৪ টাকা।
- বিষয় :
- হাঁসের ডিম
- চালের দাম
- পটুয়াখালী