ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বারহাট্টায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

বারহাট্টায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

নেত্রকোনার বারহাট্টার গোড়াউন্দ গ্রামে ফসলি জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে বড় ভাই আলামিনের লাঠির আঘাতে ছোট ভাই পলাশ মিয়ার (৩০) মৃত্যু হয়েছে।

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১ | ০০:৫১ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ | ০০:৫১

নেত্রকোনার বারহাট্টার গোড়াউন্দ গ্রামে ফসলি জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে বড় ভাই আলামিনের লাঠির আঘাতে ছোট ভাই পলাশ মিয়ার (৩০) মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত পলাশ মিয়া ওই গ্রামের রব মিয়া ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোড়াউন্দ গ্রামের নিজেদের বাড়ির উঠানে শুক্রবার বিকেলে সৎ বড়ভাই আলামিনের সঙ্গে ফসলি জমিতে পানি সেচ দেওয়া নিয়ে কথা বলছিলেন পশাল মিয়াসহ বাড়ির অন্যরা। এ সময় বিষয়টি নিয়ে আলামিনের সঙ্গে পলাশের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আলামিন উত্তেজিত হয়ে বাঁশের লাঠি দিয়ে পলাশের মাথায় আঘাত করে। এতে পলাশ মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×