ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণে সাইকেল র‌্যালি

বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণে সাইকেল র‌্যালি

বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণে রাজবাড়ীতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১ | ০৬:০০ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ | ০৬:০০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে রাজবাড়ীতে বাইসাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা করেছিলেন। 

সেই স্মৃতিকে স্মরণ করে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শনিবার সকালে রাজবাড়ীতে বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে তিন শতাধিক সাইকেল আরোহী অংশগ্রহণ করেন।

'জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা' স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে শহরতলির শ্রীপুর বাস টার্মিনাল থেকে র‌্যালিটি শুরু হয়ে শহীদ খুশী রেলওয়ে ময়দানে গিয়ে শেষ হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন।

এ উপলক্ষে আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে বক্তৃতা করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, বঙ্গবন্ধুর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বর্ষীয়ান জেলা আওয়ামী লীগ নেতা শওকত আলী প্রমুখ।

নির্বাচনী প্রচারণার সেই দিনের স্মৃতি স্মরণ করে শওকত আলী বলেন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে প্রার্থী ওয়াজেদ আলী চৌধুরীর পক্ষে প্রচারণা চালাতে রাজবাড়ী আসেন বঙ্গবন্ধু। ওই সময় তিনি (শওকত) ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুকে তারা মুজিব ভাই বলে সম্বোধন করেতন। বঙ্গবন্ধু রাজবাড়ীতে এসে একটি বাইসাইকেল নিয়ে গ্রামের পর গ্রাম চষে বেড়িয়েছেন। তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় আরও অংশ নিয়েছিলেন ওয়াজেদ আলী চৌধুরী, কাজী হেদায়েত হোসেন, মোনাক্কা চেয়ারম্যান, রুস্তম আলী, ডা. আব্দুল জলিল, ডা. এসএ মালেকসহ অনেকেই। উল্লিখিতদের মধ্যে তিনি (শওকত) ছাড়া সবাই মারা গেছেন। বঙ্গবন্ধুর ওই স্মৃতি নিয়ে এখনও বেঁচে আছেন বলে জানান তিনি।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মুজিববর্ষে বঙ্গবন্ধুর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ওয়াজেদ আলী চৌধুরীর মেয়ে সালমা চৌধুরী রুমা বলেন, ১৯৫৪ সালে তার বাবা ওয়াজেদ আলী চৌধুরী যুক্তফ্রন্টের নির্বাচনে অংশ নেন। সেই স্মৃতিকে তুলে ধরার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, বঙ্গবন্ধুর অনেক স্মৃতি রাজবাড়ীতে রয়ে গেছে। তার স্মৃতিকে আজকের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সাইকেল র‌্যালির আয়োজন সত্যিই প্রশংসনীয়।


আরও পড়ুন

×