ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা , নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা , নিহত ১

প্রতীকী ছবি

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১ | ০০:৩৯ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ | ০০:৩৯

ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে বাসের ধাক্কা লাগায় বাসচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী-বটতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সোহানুর রহমান জানান, ঢাকার থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী-বটতলা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি একটি গাছের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় বাসচালক সুমন  ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত ওই বাসচালকের নাম সুমন। তার বাবার নাম বজলু বলে জানা গেছে।

আরও পড়ুন

×