ঈশ্বরদীতে ব্যবসায়ীকে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ফাইল ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১ | ০৭:৪৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ | ০৭:৪৩
ঈশ্বরদী উপজেলার রূপপুর তিন বটতলা এলাকায় শনিবার সকালে হৃদয় হোসেন নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়েছে। পরে অপহরণকারীরা ওই ব্যবসায়ীর মোবাইল ফোন থেকে কল দিয়ে তার স্বজনের কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
হৃদয় নতুন রূপপুর ফুটবল মাঠ-সংলগ্ন মো. মজনুর ছেলে। রূপপুর তিন বটতলার পাশে তার একটি মোবাইল ফোনের দোকান আছে। সেখান থেকেই তাকে অপহরণ করা হয়। হৃদয়ের ভাই জীবন হোসেন জানান, সকালে দোকানে আসার পরপরই দোকানের সামনে একটি সাদা মাইক্রোবাস থামে। সেখানে উপস্থিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন হৃদয়কে মাইক্রোবাসে তুলে নিয়ে পাবনার দিকে চলে যায়। এ ঘটনার পরপরই ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, মোবাইল ফোনের মাধ্যমে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। অপহরণকারীদের গ্রেপ্তার ও অপহৃত হৃদয়কে উদ্ধারের চেষ্টা চলছে।
- বিষয় :
- অপহরণ
- মুক্তিপণ
- ব্যবসায়ীকে অপহরণ