গরু বিক্রির টাকা নিয়ে ফেরা হলো না হাবিবুর ও আনোয়ারের

প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১ | ১১:০১ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ | ১১:০১
ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। মানিকগঞ্জের বিসিক শিল্প নগরী এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু (৩৬) এবং মানিকগঞ্জ সদর রাজিবপুর এলাকার লাল চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
নিহত আনোয়ার হোসেনের ভাই আব্দুল হামিদ বলেন, আনোয়ার হোসেন পেশায় একজন গরুর বেপারী। গরু বিক্রির টাকা নিয়ে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় তারা দুইজন মারা যান।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচাজ (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।