বাগমারায় ভারতীয় নাগরিকের মৃত্যু

প্রতীকী ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১ | ০৮:৫৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ | ০৮:৫৯
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেওখালী গ্রামে উত্তম কুমার বিশ্বাস (৩৯) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায়। প্রায় দুই মাস আগে ভিসা নিয়ে চেওখালী গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে তিনি আসেন। এর পর থেকে তিনি ওই বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার সকালে পুলিশ উত্তমের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ জানান, উত্তম কুমার অসুস্থ হয়ে মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ৩টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় বাগমারা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম ও তার ভাই লুৎফর রহমান চোরাচালানসহ ভারতে লোক পাঠানোর সিন্ডিকেট হিসেবে কাজ করতেন। প্রাচীন মূর্তি ও মুদ্রা কেনাবেচাসহ অস্ত্র বেচাকেনার অভিযোগও রয়েছে। এ ছাড়া চিকিৎসা ভিসায় ভারতে লোক পাঠানোর দালালিও করতেন। এসব করতে গিয়ে সাইফুলের সঙ্গে উত্তমের ঘনিষ্ঠতা হয়।