খুলনায় ভরাট হয়ে গেছে ৫২২ খাল

সমন্বয় সভা
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১ | ০৯:২৬ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ | ০৯:২৬
খুলনায় প্রায় ২ হাজার ২০০ কিলোমিটারের ৫২২টি খাল ভরাট হয়ে গেছে। এ খালগুলো খনন করা হলে কৃষিক্ষেত্রে মিঠা পানি সরবরাহ করা সম্ভব হবে।
রোববার দুপুরে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ডিসেম্বর মাসের সভায় এ তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাফিজুর রহমান। তিনি জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সংস্কারের অনুরোধ করেন।
জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত সব সংস্কারযোগ্য বাঁধ ও পোল্ডার দ্রুত মেরামত করতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ সভায় জানান, এ পর্যন্ত খুলনা জেলায় প্রায় ১৫ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ এবং ৫ লাখের অধিক মানুষকে দ্বিতীয় ডোজের আওতায় আনা হয়েছে। শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ দেওয়া চলমান।
সভায় খুলনা ওয়াসার প্রতিনিধি জানান, পানি শোধন প্রকল্পের আওতায় মধুমতী নদীর পানি পরিশোধনের মাধ্যমে বর্তমানে খুলনা নগরীর ১ থেকে ৩১ নম্বর ওয়ার্ডের সব এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে।
সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন জানান, বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির অওতায় সব সেবা অনলাইনে দেওয়া হচ্ছে। খুলনা জেলায় এ পর্যন্ত অনলাইনে প্রায় ৫৭ হাজার আবেদন পড়েছে। এর মধ্যে ভাতা বরাদ্দ পাওয়া গেছে ৪৬ হাজার। সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন ভাতার অর্থ মোবাইল ব্যাংকিং ‘নগদ’-এর মাধ্যমে দেওয়া হচ্ছে।
নিরাপদ খাদ্য দপ্তরের প্রতিনিধি বলেন, খুলনা জেলা ও সিটি করপোরেশন এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে খাদ্যসংশ্নিষ্ট ৮০ জনকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিরাপদ খাদ্যবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মাদকের বিস্তার রোধে উপজেলা পর্যায়েও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সভাপতি। সঠিক মান বজায় রেখে উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন জেলা প্রশাসক। তিনি সব দপ্তরে ই-নথি প্রচলন ও ওয়েব পোর্টালগুলো হালনাগাদ করার নির্দেশনা দেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুপ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রধান ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- খাল ভরাট
- সমন্বয় সভা
- খনন
- মিঠা পানি