ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

রংপুর মেডিকেলে আগুন, পুড়ল একটি ওয়ার্ডের সব বেড

রংপুর মেডিকেলে আগুন, পুড়ল একটি ওয়ার্ডের সব বেড

আগুনে ৭ নম্বর ওয়ার্ডের প্রায় সবগুলো বেড পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

রংপুর অফিস

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১ | ০০:২৮ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ | ০০:২৮

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড একটি ওয়ার্ডের প্রায় সবগুলো বেড পুড়ে গেছে।

আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কীভাবে আগুন লাগে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুন লাগার পরপরই ৭ নম্বর ওয়ার্ডের রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

রংপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আফজালুর রহমান জানান, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি জানান, হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের নাক-কান-গলা বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে রোগী ও স্বজনদের কয়েকজন আহত হন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আগুনে হাসপাতালের তৃতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডের প্রায় সবগুলো বেড পুড়ে গেছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরও পড়ুন

×