ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পটুয়াখালী জেলা যুবলীগের সম্মেলন

যুব সমাজকে যুবশক্তিতে পরিণত করতে হবে: শেখ পরশ

যুব সমাজকে যুবশক্তিতে পরিণত করতে হবে: শেখ পরশ

পটুয়াখালীর কাজী আবুল কাসেম স্টেডিয়ামে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ - সমকাল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১ | ০৮:৫৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ | ০৮:৫৯

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, 'যুব সমাজকে যুবশক্তিতে পরিণত করতে হবে। কারণ, আগামী দিনে যুবলীগই বাংলাদেশকে নেতৃত্ব দেবে।'

সোমবার কাজী আবুল কাসেম স্টেডিয়ামে পটুয়াখালীর জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শেখ পরশ বলেন, 'আওয়ামী যুবলীগ নিজের জন্য নয়, সমাজের কল্যাণে রাজনীতি করে। করোনার সময় যুবলীগ মানবতার নিদর্শন দেখিয়েছে, করোনায় আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন দিয়েছে। যুবলীগ আশ্রয়হীন মানুষকে ঘর বানিয়ে দিয়েছে। পঁচাত্তর লাখ মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। কৃষকদের ধান কেটে দিয়েছে এবং স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম বিতরণ করাসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করেছে।'

তিনি বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, রাজনীতি মানে অধিকার বঞ্চিত মানুষের অধিকারের কথা বলা, নিপীড়িত মানুষের অধিকার রক্ষা করা।'

যুবলীগ চেয়ারম্যান বলেন, 'শুধু আইন করে দুর্নীতি রোধ করা যাবে না। যদি না আমরা সামজিক আন্দোলন গড়ে তুলতে পারি। জনগণের সম্পৃক্ততা ছাড়া শুধু আইন করে কোনো রাজনৈতিক সরকারের পক্ষে দুর্নীতি বন্ধ করা অবশ্যই কঠিন কাজ। বিজয়ের এই সুবর্ণজয়ন্তীতে আমাদের লক্ষ্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ।'

জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুজ্জামান রনির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় সম্মেলনের প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শাহজাহান মিয়া এমপি, এসএম শাহজাদা এমপি, কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান প্রমুখ।

আরও পড়ুন

×