ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহতের অভিযোগ

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহতের অভিযোগ

শিবগঞ্জ সীমান্তে স্থানীয়রা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১ | ২২:৫৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ | ০৭:৩০

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএফএফ) গুলিতে একজন নিহতের অভিযোগ পাওয়া গেছে।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। 

স্থানীয় ওয়ার্ড সদস্য মুনিরুল ইসলাম নিহতের পরিবারের সদস্যদের উদ্বৃতি দিয়ে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৪টার দিকে আজমতপুর সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে ইব্রাহিম ভারতে যাওয়ার সময় বিএসএফ সদস্যদের গুলিতে আহত হয়। গুলিবিদ্ধ ইব্রাহিমকে বিএসএফ সদস্যরা উদ্ধার করে চিকিৎসার  জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, আজমতপুর সীমান্তে ভারতীয় ভূখণ্ডে একজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত করতে পারবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, ২১-২২ ডিসেম্বর ২০২১ মধ্যরাত আনুমানিক দেড়টার দিকে প্রায় ১৫ জনের একটি দল ভারতীয় অংশে আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ১৫০ মিটার দূরে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি পৌঁছায় এবং বেড়ার ওপারে ব্যাগ ছুঁড়ে দেওয়ার চেষ্টা করে। সেখানে প্রায় ১০ জন বাংলাদেশি আগে থেকেই তা সংগ্রহ করতে জড়ো হয়েছিল। সীমান্তের কাঁটাতারের কাছে দায়িত্ব পালনরত দুই বিএসএফকর্মী স্টান গ্রেনেড দিয়ে দুর্বৃত্তদের ভয় দেখানোর চেষ্টা করে বিফল হয়। একজন বিএসএফ কনস্টেবলকে ভারতীয় অংশে দুর্বৃত্তরা আটক করে তার রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ধস্তাধস্তির সময়ে তার রাইফেল থেকে গুলি বেরিয়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, গুলি চালানোর পরে, উভয় পক্ষের দুষ্কৃতিরা বেড়া থেকে তাদের নিজেদের সীমার দিকে পালাতে শুরু করে। কাঁটাতারের বিপরীত দিকে ১০-১২ মিটারের মধ্যে একজন আহত দুষ্কৃতি বিএসএফ সদস্যদের নজরে আসে। তিনি হয়ত বেড়ার কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভারতীয় অংশে ধস্তাধস্তির সময়ে রাইফেল থেকে বেরিয়ে যাওয়া গুলিতে আহত হয়েছিলেন। সীমান্তের কাঁটাতারের গেট খুলে দেওয়া হয় এবং আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। তিনি ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ধুলিপাড়া গ্রামের ইব্রাহীম বলে জানা গেছে।

আরও পড়ুন

×